শুক্রবার   ১০ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৪ ১৪৩২   ১৭ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩

রান আউট থেকে বাঁচার পথ খুঁজছেন হৃদয় 

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫  

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। হারের পেছনে ৫৬ করে রান আউট হওয়ার দায় দেখছেন মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। টানা তিন ম্যাচে ফিফটি করলেও চলতি বছর চারবার রান আউট হয়েছেন তিনি। হৃদয় তাই রান আউট সমস্যা থেকে মুক্তির পথ খুঁজছেন।

 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, ‘হয়তো আমার মধ্যে কোন সমস্যা আছে (যেহেতু নিয়মিত রান আউট হচ্ছি)। কোথায় সমস্যা হচ্ছে আমাকে খুঁজে বের করতে হবে এবং সমাধান করতে হবে। যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবো।’

 

নিজের রান আউটকে ম্যাচের টার্নিং পয়েন্ট বলেও উল্লেখ করেন হৃদয়। মিরাজের সঙ্গে তার ১০১ রানের জুটি হয়েছিল। দু’জনই ফিফটি করেছিলেন। টপ অর্ডার ব্যর্থ হওয়ায় সময় নিয়ে ব্যাটিং করেছিলেন। পুষিয়ে দেওয়ার সময় ওমন আউটকে ‘অপরাধ’ আখ্যা দিয়েছেন হৃদয়।

 

তিনি বলেন, ‘হানড্রেড পার্সেন্ট। আমার রান আউট ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। যে পরিস্থিতিতে ছিলাম, দলকে ভালো অবস্থানে নিতে পারতাম। এভাবে আউট হওয়া অপরাধ। আমার দিক থেকে এটা খুবই বাজে কল ছিল। আবার ওমন পরিস্থিতিতে পড়লে আরও ভালোভাবে সামলাতে পারবো আশা করছি।’

 

উইকেট বিবেচনায় বাংলাদেশ ৪০-৫০ রান কম করেছিল বলেও জানিয়েছেন হৃদয়, ‘আমাদের ৪০-৫০ রান কম ছিল। ওই রানটা হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। উইকেট একেবারে সহজ ছিল না। বোলারদের জন্য সহায়তা ছিল। বোলাররা ভালো বোলিংও করেছে। কিন্তু আমরা রান কম করে ফেলেছি।’

এই বিভাগের আরো খবর